মালয়েশিয়ায় লটারি জিতে কৃষক হলেন কোটি পতি।
মালয়েশিয়ায় গত সপ্তাহে লটারির ড্র অনুষ্ঠান হয় অনুষ্ঠানে প্রথম বিজয়ী যার নাম ঘোষণা করা হয় সে হচ্ছে মালয়েশিয়ার সাবা ডিসটিকের 48 বছর বয়সী একজন কৃষক।
দিনমজুর দুই সন্তানের জনক। অনুষ্ঠানে তার নাম ঘোষণা করা হয় এরপর থেকে তার মোবাইল নাম্বারে কল আসলে থাকে সে নিজের চোখকে বিশ্বাস করতে পারেনা 19.3 মিলিয়নে রিংগিত জিতেছে যা বাংলাদেশী টাকায় ৪০ কোটি টাকা। বাড়িতে সাংবাদিকদের আনাগোনা বেড়ে যায় এবং অত্র এলাকা তে হইচই পড়ে যায় লটারি জেতার পর থেকেই। সে TOTO 4D এবং Jackpot 1 লটারি কিনেছিল, লটারি কিনতে যাওয়ার পূর্বে তার প্রতিবেশীর একটি গাড়ির নাম্বার সে মুখস্থ করেছিল এবং সে অনুযায়ী সেই নাম্বারটি কিনেছিল এবং তার অন্তরে আশা ছিল যে হয়তো এই গাড়ির নাম্বার টি ইংলিশে লটারি জিতে যাবে একজ্যাক্টলি সেটাই ঘটেছে সাংবাদিকদের সাথে আলাপচারিতায় লোকটি জানান। সাংবাদিকরা তাকে প্রশ্ন করলে এত টাকা দিয়ে কি করবে উত্তরের কৃষক জানান সেটি স্টেপল ব্যবসায়ীক প্রতিষ্ঠান করতে চান এবং তার সন্তানদের ভবিষ্যতের জন্য কিছু ব্যবসায়ী প্রতিষ্ঠান গড়ে যেতে চান তবে লোকটিকে সম্পূর্ণ টাকা হাতে পেতে হলে আরো সাতটা সময় পার করতে হবে কারণ ব্যাংক প্রসেসিং এবং অন্যান্য অফিশিয়াল কাজ সম্পন্ন করার জন্য অন্তত দু সপ্তাহ প্রয়োজন তার পরেই সে তার লটারির জিতা 19.3 মিলিয়ন তার ব্যাংক একাউন্টে পৌঁছে যাবে।
No comments